ফেনী পানি উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

৬ দিন আগে
সাম্প্রতিক সময়ের বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর ভেঙে যাওয়া নদী তীরবর্তী বাঁধের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।

দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান নেতৃত্বে তিন সদস্যের টিম এ অভিযান চালায়।


টিম প্রধান বলেন, ‘গত বছরের আগস্টের ভয়াবহ বন্যা পরবর্তী মুহুরী নদীর ১০২ টি স্থানের ভাঙন মেরামতের অনিয়ম এবং এ বছরের বন্যায় ৪২ টি স্থানে ভাঙনের মেরামতে অনিয়মের অভিযোগ উঠেছে। যা তদন্তে মাঠ পর্যায়ে আমরা এসেছি।’

আরও পড়ুন: সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করবে দুদক

বুধবার (৬ আগস্ট) সকাল ১০ টার দিকে তারা পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে আসেন। বিভিন্ন কাগজপত্র ও নথি দেখেন। এরপর সরেজমিন পরিদর্শনের জন্য জেলার ফুলগাজী ও পরশুরামের বাঁধের বিভিন্ন ভাঙা স্থান পরিদর্শনে যান।


দুদক জানায়, সরেজমিন পরিদর্শন ও বিস্তারিত তদন্তের পর ৪৮ ঘণ্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে রিপোর্ট দেয়া হবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা।

]]>
সম্পূর্ণ পড়ুন