ফুলগাজীতে উদ্ধার দুটি গ্রেনেড ধ্বংস

১ সপ্তাহে আগে
ফেনীর ফুলগাজীতে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত উদ্ধার করা গ্রেনেড দুইটি বুধবার (২০ আগস্ট) দুপুরে ধ্বংস করেছে পুলিশের বিশেষ প্রশিক্ষিত দল।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আসা পুলিশের ৫ সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত গ্রেনেডগুলো ধ্বংস করে। দলটির নেতৃত্ব দেন ইন্সপেক্টর সঞ্জয়। এসময় উপস্থিত ছিল সেনাবাহিনীর একটি দল।


ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, উদ্ধারকৃত গ্রেনেডগুলো বোম ডিসপোজাল ইউনিট আজ ঘটনাস্থলে পৌঁছে ধ্বংস করেছে।

আরও পড়ুন: গাছের গোড়ায় মিলল অবিস্ফোরিত ২ গ্রেনেড, আতঙ্ক

এরআগে, মঙ্গলবার বিকেলে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার জসিম উদ্দিনের বাড়ির পুকুরপাড়ে স্থানীয় রাখাল মামুন দুটি গ্রেনেড মাটিতে পড়ে থাকতে দেখতে পান। তখন স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে ফুলগাজী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

]]>
সম্পূর্ণ পড়ুন