ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেের গ্রেপ্তারাদেশের পর মিন্দানাও দ্বীপের কিদাপাওয়ান সিটিতে তার সমর্থকদের সমবেত হয়ে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে। বুধবার, ১২ মার্চ, ২০২৫।
এই গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একটি ওয়ারেন্টের ভিত্তিতে করা হয়েছে। এটি তার মাদকবিরোধী দমন অভিযানের সঙ্গে সম্পর্কিত।
ফিলিপাইনের কর্মকর্তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে একটি বিমানে ম্যানিলা ত্যাগ করেছেন এবং তাকে দি হেগ শহরে আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফিলিপাইনের সরকার জানিয়েছে, এর আগে রদ্রিগো দুতার্তেকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) নির্দেশে মঙ্গলবার ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ গ্রেপ্তার করে।
আইসিসি'র বক্তব্য অনুযায়ী, দুতার্তে মানবতার বিরুদ্ধে হত্যার অপরাধে অভিযুক্ত। এই দমন অভিযানে, যার জন্য অধিকার গোষ্ঠীগুলোর হিসাবমতে, হাজার হাজার গরীব মানুষকে কোন মাদকসংশ্লিষ্টতার প্রমাণ ছাড়া হত্যা করা হয়েছে।