ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মধ্যাঞ্চলীয় এলাকার একটি শহরে ডেঙ্গু প্রতিরোধে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মশা ধরার জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে।
ম্যানিলার বারাঙ্গাই অ্যাডিশন হিলস এলাকার প্রধান কার্লিতো সেরনাল জানিয়েছেন, প্রতি পাঁচটি মশার জন্য দেওয়া হবে এক পেসো (প্রায় দুই মার্কিন সেন্টেরও কম)। মশার সংখ্যা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
সম্প্রতি ফিলিপাইনে ডেঙ্গুর প্রকোপ... বিস্তারিত