ফিরোজায় ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া

৩ সপ্তাহ আগে
গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন একান্ত সময়। ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের সিনিয়র নেতাদের সঙ্গেও। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে কোরবানিও দেয়া হবে ফিরোজায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ঈদুল ফিতর উদযাপন করেছেন লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায়। এবারের ঈদুল আজহা কাটবে ঢাকার গুলশানের বাসা ফিরোজায়। বহু বছর পর উন্মুক্ত পরিবেশে ঢাকায় নেতাকর্মীমুখর ঈদ কাটাবেন বেগম জিয়া।

 

জিয়া পরিবারের কোরবানিও দেয়া হবে ফিরোজায়। ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি হবে।

 

আরও পড়ুন: নিজ বাড়ির কাগজ বুঝে পেলেন খালেদা জিয়া, পৌঁছে দিলো সরকার

 

ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বেগম জিয়ার। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপাসন। ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া স্বজনদের সঙ্গে পারিবারিক সময় কাটাবেন।

 

তিনি আরও বলেন, মেজ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ পরিবারসহ নিকট আত্মীয়রা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করবেন খালেদা জিয়া।

]]>
সম্পূর্ণ পড়ুন