ফিফার সহায়তায় সুবিধাবঞ্চিতদের জন্য ফুটবল উন্নয়নে কাজ করবে অভিযাত্রিক ফাউন্ডেশন

৩ দিন আগে
ফিফা ফাউন্ডেশন এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের অংশীদারত্বে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম। দুই বছর মেয়াদী ফুটবল উন্নয়নের এই প্রকল্পে অংশ নেবে দেশের এক হাজারের বেশি শিশু-কিশোর। অভিযাত্রিক ফাউন্ডেশনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী বাফুফেও।

ফিফা ফাউন্ডেশন কমিউনিটি প্রোগ্রাম ২০২৫ এবং ২০২৬ সালে বিশ্বব্যাপী ১৩৯টি বেসরকারি সংস্থার (এনজিও) সঙ্গে কাজ করবে, যা ৬টি মহাদেশের ৫৭টি দেশে স্থানীয় ফুটবল-সম্পর্কিত সামাজিক উন্নয়নে কাজ করবে। এই প্রকল্পটির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু এবং তরুণদের উপর বিশেষ দৃষ্টি থাকবে ফিফার। এছাড়া, আদিবাসী, অভিবাসী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত, ধর্মীয় ও ভাষাগত সংখ্যালঘু, শরণার্থী, আশ্রয়প্রার্থী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের পাশাপাশি অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলোকেও উপকৃত করবে। বাংলাদেশে ফিফার এই প্রকল্প নিয়ে কাজ করবে অভিযাত্রিক ফাউন্ডেশন।

 

মঙ্গলবার (১ জুলাই) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় এ প্রকল্পের লক্ষ্য, পরিকল্পনা এবং সম্ভাব্য সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এতে ঢাকা জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, ফুটবল কোচ, সামাজিক সংগঠকরা অংশ নেন।

 

অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি বলেন, ‘আমরা এই প্রকল্পটির নাম দিয়েছি প্লেয়িং ফর পিচ। ফিফার সঙ্গে ২০২৪ সাল থেকে এটা নিয়ে আলোচনা হয়। এ বছরের এপ্রিলে ফিফার সঙ্গে অফিসিয়ালি সাইন করি আমরা।  ঢাকার জেলার মধ্যে ১ হাজার বা ১ হাজার ১শত শিশু কিশোর দুই বছর মেয়াদী ফুটবল প্রশিক্ষণে অংশ নেবে। বিশেষত মেয়েদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হবে।  তাদের পেশাদার কোচ দ্বারা ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। প্রত্যেক স্থানে ভালো খেলার মাঠ ও মানসম্মত সরঞ্জাম প্রদান করা হবে। এছাড়া প্রযুক্তির সহায়তা ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।’

 

আরও পড়ুন: কুয়েতে বিডি টাইগার ক্রিকেট ক্লাবের জার্সি বিতরণ

 

অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি আরো জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা থাকবে ১০০জন। ৬০০ সুবিধাবঞ্চিত শিশু কিশোররা অংশ নিবে। আর বাকি ৪০০ স্থানীয় শিশু কিশোরকে বিবেচনা করা হবে।

 

ইমতিয়াজ বলেন, ‘আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে এটা নিয়ে আলাপ করেছি, তারাও বেশ আগ্রহী আমাদের সঙ্গে কাজ করতে। বাফুফে বলেছে দল গঠন করতে, তারা অভিযাত্রিক ফাউন্ডেশনের খেলোয়াড়দের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে।’

 

অভিযাত্রিক ফাউন্ডেশন থেকে জানা গেছে, ২৮টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ৫৬টি ম্যাচ হবে। ৬টি স্কুল এতে যুক্ত থাকবে। স্থানীয় দল থাকবে ৪০টি। ৫টি বিশেষ দল গঠন করা হবে।

 

আরও পড়ুন: ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছে বাংলাদেশের টিম রেড হকস

 

উল্লেখ্য, অভিযাত্রিক ফাউন্ডেশন একটি সামাজিক উন্নয়নমূলক সংস্থা, যা ২০১৩ সালে বাংলাদেশের তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দেশের সুবিধাবঞ্চিত শিশু, কিশোর-কিশোরী ও যুবকদের জন্য শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, খেলাধুলা এবং সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করছেন। সংস্থাটি দেশব্যাপী নানা সামাজিক উদ্যোগ, সচেতনতামূলক ক্যাম্পেইন ও আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন