গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। সে ম্যাচে আরও এক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের অভিষেক হওয়ার কথা ছিলো। সৌদি আরবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিয়েছিলেন এই ইতালিয়ান প্রবাসী ফুটবলার।
জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা নিজেই বলেছিলেন, ফাহমিদুলের খেলা দেখে তিনি সন্তুষ্ট। তবে সৌদি থেকে ক্যাম্প শেষ করে যখন দেশে ফিরলো জাতীয় দল, তখন ফেরেননি ফাহমিদুল। সৌদি আরবের ক্যাম্প শেষ করে ফিরে গেছেন ইতালিতে।
বুধবার (২৩ এপ্রিল) ন্যাশনাল টিমস কমিটির মিটিং শেষে বুধবার মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানালেন, কাবরেরার সঙ্গে আলোচনা করেই ফাহামিদুলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তারা।
‘মিটিংয়ে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা উপস্থিত ছিলেন। ভারত ম্যাচ নিয়ে কোচের কাছে কমিটি নানা বিষয় জানতে চেয়েছে। ওই ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচে ভালো কিছু করার জন্য কোচকে কিছু উপদেশ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: ২ বছরের জন্য নিষিদ্ধ হচ্ছেন ভিনিসিউস!
আমিরুল ইসলাম বাবু আরও বলেছেন, ‘ফাহামিদুলকে নিয়েও আলাপ-আলোচনা করেছি। আমরা বলেছি, তাকে দলভুক্ত করার জন্য। আপনারা জানেন, একজন বিদেশিকে খেলাতে ট্রান্সফারের বিষয়ে অনেক ঝামেলা হয়, হামজা চৌধুরীর খেলার ক্ষেত্রে তখন সভাপতি (তাবিথ আউয়াল) চেষ্টা করেছিলেন। ফাহামিদুলের ব্যাপারেও সভাপতি চেষ্টা করে যাচ্ছেন।’
ফাহমিদুলকে দলে না নেয়ার ব্যাখ্যায় কোচ কাবরেরা তখন বলেছিলেন, ‘দলের সবার সঙ্গে সৌদির অনুশীলনটা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। তবে এই মুহুর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন। ’
এবার হাভিয়ের কাবরেরাকে পরামর্শ দিলো ন্যাশনাল টিমস কমিটি। আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে যেন ফাহমিদুলকে দলে রাখা হয়, কোচকে সেই পরামর্শই দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি।
ফিফার অনুমতিসহ বাকি আনুষ্ঠানিকতা নতুন করে সারার প্রয়োজন ছিল না বলেই ফাহামিদুল সরাসরি ক্যাম্পে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের হয়ে খেলতে তার কোনো বাধা আগেও ছিল না, এখনও নেই। এই বিষয়ে এবং মার্চে ফাহামিদুলকে নিয়ে কাবরেরার মন্তব্য মনে করিয়ে দিলে আমিরুল বলেন, মোটাদাগে ফাহামিদুলসহ বর্তমানে আলোচনায় থাকা সামিত সোম, কিউবা মিচেলসহ সব বিদেশিদের নিয়ে কথা বলেছেন তারা।
‘কেবল ফাহামিদুল নয়, যেসব বিদেশি খেলোয়াড় রয়েছে, তারা যদি বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী হয় এবং কোচ যদি মনে করেন, এই খেলোয়াড়কে তার দলে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেক্ষেত্রে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো অনীহা থাকবে না। তার মতামতকে প্রাধান্য দিব আমরা। আসলে তারা যেখানে খেলছে, সেখান থেকে ক্লিয়ারেন্স লাগবে, এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে। এ বিষয়গুলো নিয়ে কথা বলেছি আমরা।’
আরও পড়ুন: রিয়াল মাদ্রিদের উচিত আনচেলত্তিকে আরও বেশি সম্মান দেয়া: ফ্লিক
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ১০ জুন। সবকিছু ঠিক থাকলে এ ম্যাচ অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। এর আগে ৫ জুন সুদানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে কমিটি। যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি বলে জানালেন আমিরুল।
'৫ জুন একটা প্রস্তুতি ম্যাচ খেলব। অনেকগুলো দেশের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। যেহেতু ঢাকাতে খেলা, সেই প্রস্তুতি ম্যাচ যেন ঢাকাতে হয়, এজন্য আমরা কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে, তারা সাড়া দিলে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সুদান, ভুটান, সাইবেরিয়া আছে, আমরা একটু সুদানকে এগিয়ে রেখেছি। দুই-এক দিনের মধ্যে বিষয়টি নিশ্চিত করব।'
ফাহমিদুলের জন্ম বাংলাদেশের ফেনীতে। তবে তার বেড়ে ওঠা ইতালিতে, সে দেশের নাগরিকত্বও নিয়েছেন তিনি। বয়সভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব ইউসি সামপদোরিয়া ইয়ুথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল। ২০২০ সাল থেকে ২০২৪ পর্যন্ত ক্লাবটির হয়ে অনূর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-১৮ পর্যায়ে খেলার পর ২০২৪ এর জুলাইয়ে যোগ দেন লিগোরনা ক্লাবে।
তবে লিগোরনায় বেশিদিন স্থায়ী হতে পারেননি ফাহমিদুল। ৪ মাস পরেই যোগ দেন ইতালির আরেক ক্লাব লিভোরনোতে। চলতি বছরের জানুয়ারিতে লিভোরনোও ছেড়ে দিলে ক্লাবহীন হয়ে পড়েন ফাহমিদুল। তবে বাংলাদেশ দলে ডাক পাওয়ার ৪ দিন আগে ওলবিয়া কালসিওতে যোগ দেন ফাহমিদুল। বর্তমানে সেই ক্লাবেই খেলছেন তিনি।
]]>