রোববার সন্ধ্যায় ছবির একটি পোস্টার প্রকাশ্যে আসে। সেই পোস্টারে একেবারেই অন্য ফারিণকে আবিষ্কার করে দর্শক। কারণ পোস্টারে ফারিণকে দেখা যায় এক রহস্যময়ীর অবতারে।
সেখানে দেখা যায়, ফারিণের রহস্যময় লুক, খয়েরি রক্তের গ্ল্যামারাস পোশাক, পায়ে হাই হিল। মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়েছে পড়ে আছে দু-চারজন! তাদের কারও হাত, কারও পা দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ফুল আর কুড়াল হাতে ভয়ংকর রূপে ফারিণ
এটি দেখে নেটিজেনরা প্রশংসা করলেও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে যে, পোস্টারটি অন্য এক সিনেমার পোস্টারের নকল। দেখা গেছে, কোরিয়ান সিনেমা ‘কিল বকসুনে’র একটি পোস্টারের সঙ্গে ফারিণের পোস্টারের হুবহু মিল খুঁজে পাওয়া গেছে। এরপর সোশ্যালে তা নিয়ে নকলের অভিযোগ তোলেন একাধিক দর্শক।
পোস্টার মিলে যাওয়ার অভিযোগে সিনেমাটির নির্মাতা সঞ্জয় সমদ্দার সংবাদ মাধ্যমকে বলেন, পুরো ব্যাপারটি ঘটেছে অসাবধানতাবশত। এটাকে নিজেদের ভুল হিসেবেই মানছেন তিনি।
পরিচালক বললেন, ‘আমাদের লুক রিভিলগুলোতে সিম্বল হিসেবে কুঠার একটা কমন ফ্যাক্টর ছিল। আমি ডিজাইনারকে বলেছিলাম যে হিরোইনের (তাসনিয়া ফারিণ) হাতে ফুল ও কুঠার দিয়ে কিছু প্ল্যান করতে।
তিনি জানান, ‘এটা যে কোনো সিনেমার কোনো পোস্টারের সঙ্গে মিলে যাবে জানলে তা অবশ্যই এড়িয়ে যেতাম। এটা অসাবধানতাবশত হয়েছে। পরবর্তীতে এই বিষয়ে আরও সতর্ক থাকব।’
আরও পড়ুন: রহস্য ফাঁস করতে আসছে ‘গুলমোহর’
এ সিনেমাতে ভয়ংকর ডাক্তারের রূপে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এ সিনেমায় নায়ক নায়িকা হিসেবে দেখা যাবে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণকে।