বৃহস্পতিবার (৩১ জুলাই) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি করেন দুদকের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির।
মামলার এজাহারে বলা হয়েছে, রাজধানীর তোপখানা রোডে ৩৩ শতাংশ পরিমাণ জমি ক্রয় করে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। এই জমি ক্রয়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২২৯ কোটি টাকা অনুমোদন দেয়।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, জমির মালিক ইন্সুরেন্স কোম্পানির কাছে বিক্রির কয়েক মাস আগে মাত্র ২১ কোটি টাকায় পৃথক ব্যক্তির কাছ থেকে ওই সম্পদ ক্রয় করে। স্বল্প সময়ের ব্যবধানে ১০ গুন অর্থাৎ ২০০ কোটি টাকার বেশি দামে জমিটি কিনে ফারইস্ট ইসলাম লাইফ ইন্সুরেন্স।
আরও পড়ুন: প্লট দুর্নীতি: ৬ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলসহ ২৩ জনের বিচার শুরু
দুদক বলছে, ইন্সুরেন্সটির সাবেক চেয়ারম্যান ও জমির মালিকসহ সংশ্লিষ্ট ২৪ জন প্রতিষ্ঠানটির এই বিপুল অর্থ আত্মসাৎ করতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তদন্তে এর সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
]]>