ফাইনালের জন্য বিয়ে পিছিয়েছেন বেডিংহাম, বাবা যোগ দিলেন ব্যাচেলর পার্টিতে

১ মাস আগে
সবকিছুই তো ঠিকঠাক। বিয়ের পাত্রী, দুই পরিবার সবই প্রস্তুত, শুধু পাত্র নেই। বিয়ে বাদ দিয়ে পাত্র খেলছেন এসএ টোয়েন্টির ফাইনাল। এই ফাইনাল খেলার জন্য নিজের বিয়ে পিছিয়েছেন এক দিন। যে বিয়ে হওয়ার কথা শনিবার, সেটি হবে এখন রোববারে।

যে ফাইনালের জন্য নিজের বিয়ে পিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড বেডিংহাম, সেই ফাইনালে হেরে গেছে তার দল। শনিবার (৮ ফেব্রুয়ারি) মুম্বাই কেপটাউনের কাছে ৭৬ রানে হেরেছে সানরাইজার্স ইস্টার্ন কোপ। 

 

ফাইনালের জন্য এমনিতেই একদিন দেরি হয়েছে, সেইসঙ্গে যদি জিতে যেতো; তাহলে হয়তো উদযাপনের জন্য আরও দেরি হয়ে যেতো। সেজন্য হয়তো বেডিংহামের স্ত্রীর খুশিই হওয়ার কথা। তবে ফাইনালের দিন উপস্থিত ছিলেন বেডিংহামের ভাই ও বন্ধু। যাদের কাজই ছিল কালক্ষেপণ না করে বেডিংহামকে নিয়ে যাওয়া। 

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রবীন্দ্র-রউফসহ যারা চোটের মিছিলে

 

তাকে না হয় তার বন্ধু ও ভাই নিতে এসেছিলেন। কিন্তু তার বাবা করেছেন আরেক কাণ্ড। ছেলের পরিবর্তে তিনি যোগ দেন ব্যাচেলর পার্টিতে। ফাইনালের আগে দক্ষিণ আফ্রিকার ব্রডকাস্টিং চ্যানেল সুপারস্পোর্টে এসব তথ্য দিয়েছেন বেডিংহাম। 

 

বেডিংহাম বলেছেন, ‘আমার স্ত্রী আসলে চেয়েছিল, আমরা যেন ফাইনালে না উঠি। তারপর যখন ফাইনালে উঠেই গেলাম, সে আমাকে বলল, ঠিক আছে এখন যেহেতু ফাইনালে উঠেছ, আশা করি সেটা জিতবে এবং তারপর বিয়েতেও আসবে।’ 

 

আরও পড়ুন: পঞ্চম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০ ক্যাচ নিলেন স্মিথ

 

নিজের বাবার ব্যাচেলর পার্টিতে যোগ দেওয়া নিয়ে বেডিংহাম বলেছেন, ‘আশা করছি ছেলেরা (বেডিংহামের বন্ধুরা) তাকে ভালোভাবে গ্রহণ করবে। আশা করছি, তিনি ঠিকভাবে পোশাক-আশাক পরে যাবেন। তবে আমি নিশ্চিত মানিয়ে নেওয়া সহজ হবে না।’ 

 

তবে যে ফাইনালের জন্য বিয়ে পিছিয়ে দিলেন, সেই ফাইনালে বেডিংহাম রান করেছেন মাত্র ৫। ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তারা গুটিয়ে গেছে মাত্র ১০৫ রানেই।

]]>
সম্পূর্ণ পড়ুন