প্রথম লেগে দুদল ৪-৪ গোলে ড্র করেছিল। তাই আজ যে দলের ১ গোলের লিড থাকবে, তারাই ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গী হবে।
ফেব্রুয়ারির শেষ দিকে ঘরের মাঠে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন করে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল বার্সেলোনা। আরেকটা ম্যাচ শুরুর আগে এটাই সবচেয়ে বড় প্রেরণা কাতালুনিয়ানদের জন্য। আর সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ২০ ম্যাচে যে দলটা অপরাজিত তাদের অনুপ্রেরণা খুঁজতে অবশ্য খুব দূরে যেতে হয় না। ইউরোপের সেরা ৫ লিগে একমাত্র দল হিসেবে ২০২৫ সালে কোনো ম্যাচ না হারা দলটার নামও যে বার্সেলোনা।
কিন্তু এসবে কিছুতেই নির্ভারতা দিচ্ছে না হ্যান্সি ফ্লিককে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা ফাইনালের আগে ফাইনাল। আমি বিশ্বাস করি, আমরা ফাইনালে যাব। এই সুযোগ বারবার আসবে না। জানি, অ্যাতলেটিকো কঠিন প্রতিপক্ষ কিন্তু আমরা আমাদের প্রাপ্যটা বুঝে নিব। সুপার কাপটাও কঠিন ছিলো, আমরা কিন্তু সেটা জিতেছি। লড়াইটা কঠিন হবে।’
আরও পড়ুন: সোসিয়েদাদের সঙ্গে রোমাঞ্চকর ড্রয়ের পরও ফাইনালে রিয়াল
আত্মবিশ্বাসে টইটুম্বুর না হলেও সেমিফাইনালের আগে ফুরফুরে মেজাজে দেখা গেল সিমিওনে বাহিনীকে। ইনজুরি নিয়ে কোনো কনসার্ন নেই আপাতত। প্রথম লেগের প্রতিশোধ নিতে নিজের সেরা একাদশটাকেই পাবেন দিয়োগো সিমিওনে। রাখঢাক না করেই প্রতিপক্ষের লেওয়ানডোস্কিকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন কোচ।
সিমিওনে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে; প্রত্যেকটা টুর্নামেন্টই ভিন্ন। একটার সঙ্গে অন্যটাকে মিলিয়ে লাভ নেই। আমরা আগের ম্যাচে কী হয়েছে ভুলে গেছি। এটা নতুন শুরু এবং কথা দিচ্ছি এক চুল ছাড় দেওয়া হবে না।’