সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
নিহত কিশোর ভাঙ্গা পৌরসভার তিন নং ওয়ার্ডের দাড়িয়ার মাঠ এলাকার ফেরদৌস শেখের ছেলে পিয়াস শেখ (১৭)।
রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে পরিত্যক্ত একটা ছাপরার ভেতর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা পৌরসভার তিন নং ওয়ার্ডের দাড়িয়ার মাঠ এলাকার ফেরদৌস শেখের পুত্র পিয়াস শেখ (১৭) গত শুক্রবার দুপুর থেকে নিখোঁজ হন। এরপর সম্ভাব্য সব জায়গাতে খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে গতকাল রোববার দিবাগত রাত ১২ টার দিকে নিহতের বাড়ির সামনে একটি পরিত্যক্ত ছাপরার ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: মাদারীপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফ হোসেন জানান, গতকাল রাতে ভাঙ্গা পৌরসভার তিন নং ওয়ার্ডের দাড়িয়ার মাঠ এলাকা থেকে ফেরদৌস শেখের পুত্র পিয়াস শেখ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারন অনুসন্ধান চলছে।