ফরিদপুরে হত্যাচেষ্টা মামলায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি গ্রেফতার

১ সপ্তাহে আগে
ফরিদপুরে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় শেখ ফয়েজ আহমেদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেফতার করা হয় বলে কোতোয়ালি থানা পুলিশ সূত্রে জানা গেছে। শেখ ফয়েজ আহমেদ ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স সড়ক এলাকার বাসিন্দা। 


কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত বছরের ১০ অক্টোবর ফরিদপুরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন শেখ মুজাহিদুল ইসলাম। ওই মামলার ৯৭ নম্বর আসামি হিসেবে শেখ ফয়েজ আহমেদের নাম উল্লেখ রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

আরও পড়ুন: ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর তোরণে অগ্নিসংযোগ

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর সরাসরি হামলাকারী শেখ ফয়েজ মামলার এজাহারভুক্ত আসামি। ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ এই আসামিকে খুঁজছিল। সন্ধ্যায় ফরিদপুর শহরের আলিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন