শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আফজাল বিশ্বাসের ছেলে। তিনি মেটাডোর কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের সংস্কার কাজে ব্যবহৃত পাথর বোঝাই একটি ট্রলির চাকা বাস্ট হয়ে যাওয়ায় সড়কের পাশে দাঁড় করানো ছিল। বরিশাল থেকে ঝিনাইদহগামী একটি ম্যাটাডোর কোম্পানির পিকআপ মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ওই ট্রলিকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
এসময় পিকআপে থাকা ম্যাটাডোর কোম্পানির বিক্রয় প্রতিনিধি তুহিন বিশ্বাস ট্রলি ও পিকআপের মধ্যে আটকা পড়ে যান। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ও ট্রলি জব্দ করা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করেছি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’