ফরিদপুরে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রথম রায়ে চাচার আমৃত্যু কারাদণ্ড

১ সপ্তাহে আগে
ফরিদপুরে শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রথম রায়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মুরাদ খন্দকার (৪০) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি ভাঙ্গা উপজেলার একটি গ্রামের বাসিন্দা ও শিশুটির সম্পর্কে চাচাতো চাচা।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি পলাতক থাকায় গ্রেফতারের নির্দেশ দেয়া হয়।


আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মে বিকেলে শিশুটিকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির রক্ষক্ষরণ হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন ভাঙ্গা থানায় শিশুটির বাবা নারী ও শিশু ধর্ষণ দমন আইনে মামলা করেন। এ মামলায় ওই বছরে গ্রেফতার হলেও প্রায় তিনমাস আগে জামিনে বের হয়ে যান।

আরও পড়ুন: ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ২০, হামলা-ভাঙচুর


রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারী কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, ধর্ষণের অভিযোগটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেছেন। এছাড়া এটি শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের প্রথম রায় এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ হয়েছে। শিশু ধর্ষণ বা শিশু ধর্ষণ চেষ্টার জঘন্য অপরাধ যার মাধ্যমে ৯০ দিনের মধ্যেই বিচারকার্য সম্পন্ন হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন