ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

২ সপ্তাহ আগে
ফরিদপুর শহরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদকসহ খালেদ মোহাম্মদ তূর্য (২৭) ও তার স্ত্রী আইরিন বেগমকে (২৬) গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর ওই দম্পতিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। এর আগে সোমবার দিনগত গভীর রাতে শহরের ঝিলটুলী এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় ওই বাড়িটি তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। খালেদ মোহাম্মদ ও তার স্ত্রী শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা।


যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের চরকমলাপুর এলাকার বাসিন্দা খালেদ মাহমুদ ও আইরিন বেগম দম্পতি শহরের ঝিলটুলি এলাকায় ভাড়া বাসা নিয়ে শহরে মাদক ব্যবসা, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। খালেদ মাহমুদের নামে ফরিদপুর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। তারা ভাড়া বাড়িতে মাদকের কারবার করছিল।

আরও পড়ুন: হাত দিয়ে টান দিলেই উঠে আসছে সড়কের কার্পেটিং

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত ১টার দিকে ঝিলটুলির খালেদ মোহাম্মদের ভাড়া বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় স্ত্রী আইরিনসহ খালেদ মোহাম্মদকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ওই বাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক দ্রব্য ও উপকরণ পাওয়া যায়। রাতেই তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘খালেদ মোহাম্মদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায়, ডাকাতি, ডাকাতির চেষ্টা, ছিনতাই ও মদকসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সেনা ক্যাম্পের সহায়তায় গ্রেফতারের পর এ দম্পতির নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন