ফরিদপুরে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ
৩ সপ্তাহ আগে
৪
বেলা ৩টা থেকেই বন্ধুসভার বন্ধুরা শহীদ বেদিস্থলে সমবেত হন। এরপর একে একে আলোর মাধ্যমে বাংলাদেশের পতাকা, স্বাধীনতাযুদ্ধের প্রতীক ১৯৭১, বুদ্ধিজীবী দিবসের ১৪ শব্দগুলোর আকৃতিতে মোমবাতি স্থাপন করেন। বেদির ওপর এবং চারপাশও মোমবাতি দিয়ে সাজানো হয়।