ফরিদপুরে ভ্যানচালক হত্যা: কৃষকদল নেতাসহ আসামি ৪০

৩ সপ্তাহ আগে
ফরিদপুরের বোয়ালমারীতে গ্রাম্য দলাদলির জেরে ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় কৃষক দলের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মাস্টারকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় আরও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতে নিহতের স্ত্রী শিউলী বেগম (৪৫) বাদী হয়ে ময়না ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মাস্টারকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।


বুধবার (১১ জুন) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান।


গত ৮ জুন সকালে ভ্যানচালক হুমায়ুন কবীরসহ তার পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান লিয়াকত হোসেন মাস্টার ও তার লোকজন। পরদিন ৯ জুন সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান হুমায়ূন কবীর।


গত ১০ জুন বিকেলে মরদেহ ময়নাতদন্ত শেষে নিহতের বাড়িতে নেয়া হয়। ওই দিনই বাদ মাগরিব খরসূতি গোরস্থান চত্বরে জানাজা শেষে নিহতের দাফন করা হয়।


আরও পড়ুন: ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেফতার


নিহত হুমায়ুন কবীর বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়াড়ী গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে। তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক।


জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বানিয়ারী গ্রামে দুটি বিবদমান পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন নবীর হোসেন চুন্নু এবং অপরপক্ষের নেতৃত্ব দেন লিয়াকত হোসেন মাস্টার। নিহত হুমায়ূন কবীর চুন্নুর সমর্থক ছিলেন।


গত শনিবার ঈদুল আজহার দিন হুমায়ূন কবীর লিয়াকত মাস্টারের দলে থাকা ভাই-ভাতিজাদের চুন্নুর দলে নিয়ে সেখান থেকে সামাজিকভাবে বিলি করা কোরবানির মাংস গ্রহণ করেন। এ নিয়ে ঈদের দিন থেকে ওই গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।


এরই জের ধরে রোববার (০৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বানিয়ারী গ্রামের ছাকেনের চায়ের দোকানের সামনে লিয়াকত হোসেন মাস্টারসহ তার সমর্থকরা চুন্নুর সমর্থক হুমায়ুন কবীরসহ তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হুমায়ূন কবীরকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।


আরও পড়ুন: চাঁদপুরে খবির হত্যা মামলার প্রধান আসামি নাজমুল গ্রেফতার


সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাতে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বেড না পাওয়ায় সেখান থেকে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৯ জুন) সকাল ৮টার দিকে হুমায়ূন কবীর মারা যান।


এ ঘটনায় মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতে নিহতের স্ত্রী শিউলী বেগম (৪৫) বাদী হয়ে ময়না ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন মাস্টারকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।


মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান জানান, ভ্যানচালক হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে লিয়াকত মাস্টারকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন