ফরিদপুরে ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবল বোনও

৩ সপ্তাহ আগে
ফরিদপুরের সালথায় ঈদ উপলক্ষ্যে নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।


মৃত শিশুরা হলো: তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)। তাদের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে। তার বাবার নাম সুমন শেখ।


আরও পড়ুন: মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ ভাইবোনের মরদেহ উদ্ধার


পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে তানহা ও আবু তালহা গত বুধবার তার মায়ের সঙ্গে নানা বাড়ি সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে যায়।


বৃহস্পতিবার দুপুরে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় আবু তালহা পানিতে ডুবে যায়। আবু তালহার বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজেও পুকুরে ঝাপ দিয়ে ডুবে যায়। পরিবারের লোকজন খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: বাড়ির উঠানে খেলছিল ভাইবোন, কিছক্ষণ পর মরদেহ মিলল পুকুরে


এ ব্যাপারে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিলা আজাদ বলেন, ‘শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে।’


ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, ‘শিশু দুটি আপন ভাই-বোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন