ফরিদপুরে বাজারে ভয়াবহ আগুন, ১৭ দোকান পুড়ে ছাই

২ সপ্তাহ আগে
ফরিদপুরের বোয়ালমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরদী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সোয়া ১০টার দিকে বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারের মাছ বাজারসংলগ্ন নাসির দর্জির দোকানে বিদ্যুতের শটসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে পুড়ে যায় ১৭টি দোকান।


আরও পড়ুন: শাহজালালের আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে


আগুনে মুদি, ওষুধ, চা, কাপড়, বীজ, জুতার দোকানসহ ১৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।


বোয়ালমারী ফায়ার সার্ভিসের হিমাংশু শেখর বিশ্বাস জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বোয়ালমারী ও মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে ফায়ার সার্ভিস।

]]>
সম্পূর্ণ পড়ুন