ফরিদপুরে বস্তিতে রাতভর অভিযান, বিপুল মাদক-অস্ত্রসহ আটক ১৫

১ সপ্তাহে আগে
ফরিদপুর শহরের গুহ লক্ষীপুর রেল বস্তিতে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানকালে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এসময় ৬ নারী মাদককারবারীসহ ১৫ জনকে আটক করা হয়।

জানা যায়, দেশব্যাপী সন্ত্রাস-মাদক নির্মূলের অংশ হিসেবে শহরের গুহ লক্ষীপুর বস্তিতে বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ১১ টা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানকালে বস্তির বিভিন্ন ঘর থেকে চাইনিজ কুরাল, রামদা, চাকু, চাপাতি হ্যামার সহ ৭৫ টি দেশীয় অস্ত্র, ১৯ টি ফোন, সাড়ে ৪৫ কেজি গাঁজা, ৩শ ৩৭ পিস ইয়াবা, ২১১ গ্রাম হেরোইন, দুই বোতল মদ উদ্ধার করা হয়।

 

আরও পড়ুন: ফরিদপুরে নারী শ্রমিককে ভারতে পাচার, দুই সহকর্মীর যাবজ্জীবন

 

এসময় ৬ নারী মাদক ব্যবসায়ী সহ ১৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন