ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং যুব সমাজকে মাদকের থাবা থেকে দূরে রাখতে ফরিদপুরে আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্ট। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের বাবা এম এ আজিজের নামে প্রবর্তিত এই টুর্নামেন্টে অংশ নেয় ১৬টি দল।
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পসরা এলাকায় এম এ আজিজ হাই স্কুল মাঠে গ্রামীণ মনোরম পরিবেশে জুলাই মাসজুড়ে ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতিতে ফাইনালে উত্তীর্ণ হয় বাখুন্ডা কামরুল একাদশ এবং ফাইনাল চ্যাপ্টার গোয়ালকান্দি একাদশ। ৪-২ গোলে বিজয়ী হয় বাখুন্ডা কামরুল একাদশ।
আরও পড়ুন: বাফুফের অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে প্রবাসী ফুটবলার একজন
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন। উপস্থিত ছিলেন নেক্সট কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন, এম এ আজিজ হাই স্কুলের সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল হাশেমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয়দের প্রত্যাশা আয়োজকরা ফরিদপুর সদর উপজেলার যুবকদের সুস্থ বিনোদনের জন্য এ আয়োজন অব্যাহত রাখবেন।