ফরিদপুরে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

৪ সপ্তাহ আগে
ফরিদপুরে সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এতে নারীসহ আরও চার জন আহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ-তারাইল আঞ্চলিক সড়কের আদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, জেলা সদরের খলিল মন্ডলেরহাট এলাকার আলীপাট্টাদারের ছেলে হাসেম পাট্টাদার (৪০) ও লাল মিয়া শেখের ছেলে লাভলু শেখ (২৮)।


জানা যায়, ইজিবাইকে ফরিদপুর শহরে আসছিলেন নিহত ও আহতরা। পথিমধ্যে আদমপুর এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইজিবাইক চালক হাসেম পাট্টাদার ও যাত্রী লাভলু শেখ মারা যায়। আহত ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরও পড়ুন: বরগুনায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩


ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

]]>
সম্পূর্ণ পড়ুন