বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের পূর্ব খাবাসপুরের আতাতলায় হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এসময় জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফ বকু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, সৈয়দ মাসুদ রানা, মাসুম দেওয়ান, মহানগর জাসাস নেতা নাইমুল হাসান নাঈম ও আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। তিন শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
আরও পড়ুন: পিরোজপুরে শীতার্তদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ
জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগ মুক্তি কামনায় জাসাসের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। জাসাস সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।