ফরিদপুরে জাল নিবন্ধনে বাল্যবিয়ে, কনের মা ও কাজীকে জরিমানা

২ সপ্তাহ আগে
ফরিদপুরে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে ১৬ বছর বয়সি এক কিশোরীর বাল্যবিয়ে দেয়ার অভিযোগে কনের মা ও সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে (কাজী) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে শহরের চকবাজার জামে মসজিদসংলগ্ন মার্কেটের দোতলায় অবস্থিত কাজী অফিসে এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

 

অভিযানে নিকাহ রেজিস্ট্রার মো. কামরুল হাসান (৪৮)–কে বাল্যবিবাহ নিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই অপরাধে বিকেলে শহরের বায়তুল আমান এলাকায় কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আদালত সূত্রে জানা গেছে, গত ১২ জুন শহরের বায়তুল আমান এলাকায় ১৬ বছর বয়সি এক কিশোরীর বয়স জালিয়াতির মাধ্যমে বাড়িয়ে বিয়ে দেয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও কনের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে অভিযান চালানো হয় নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে।

 

আরও পড়ুন: ফের বাল্যবিয়ের চেষ্টা, সিঙ্গাপুর প্রবাসীকে ৮০ হাজার টাকা জরিমানা

 

জানা যায়, এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগে কাজী কামরুল হাসানের নিবন্ধন স্থগিত করা হয়েছিল। তবে তিনি উচ্চ আদালতের এক আদেশে সীমিত সময়ের জন্য কাজ চালিয়ে আসছিলেন, যার মেয়াদ শেষ হয়েছে ৮ জুন।

 

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ‘এক কিশোরীর বয়স বাড়িয়ে বিয়ে দেয়ার সত্যতা পাওয়ায় কনের মা ও কাজীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জেলা রেজিস্ট্রার বরাবর কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি পাঠানো হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন