ফরিদপুর পৌরসভায় কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু

৩ সপ্তাহ আগে
ঈদুল আজহার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ফরিদপুর পৌরসভা।

শনিবার (৭ জুন) দুপুর ২টা থেকে শহরের বিভিন্ন স্থান থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়। ১৪ টি টিম তিন দিন এ বর্জ্য অপসারণ করবে।


পৌরসভা কার্যালয় সূত্র জানায়, শহরের বিভিন্ন স্থান থেকে বর্জ্য অপসারণ করে ডাম্প ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অপসারণের পর জায়গাটি পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে। এরপর সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে। ১৪ টি টিম গঠন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন ১৪৫ পরিচ্ছন্নতাকর্মী।

আরও পড়ুন: রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ শুরু

ফরিদপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর বিকাশ দত্ত জানান, সাধারণত প্রতিদিন শহর থেকে ৪০ টন বর্জ্য অপসারণ করা হয়। ঈদুল আযহা উপলক্ষে প্রতিদিন এখন ৮০ টন বর্জ্য অপসারণ করা হচ্ছে। আগামী তিন দিন ধরে চলবে এ অপসারণ কার্যক্রম। পরিচ্ছন্নতাকর্মীও বাড়ানো হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন