ফরাসি আদালতের রায়, দত্তক নেওয়া বন্য শূকর মালিকের সঙ্গে থাকতে পারবে

২ সপ্তাহ আগে
ফ্রান্সের এক ঘোড়া পালকের দত্তক নেওয়া বন্য শূকর মালিকের সঙ্গেই থাকতে পারবে বলে রায় দিয়েছে সে দেশের এক আদালত। কর্তৃপক্ষ এই শূকরকে সরানোর ও এমনকি নিষ্কৃতি মৃত্যুর হুমকি দেওয়ার ফলে বিক্ষোভের ঝড় ওঠে। তারপর আদালতের এমন রায়। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি। ২০২৩ সালের এপ্রিল মাসে ফ্রান্সের মধ্যাঞ্চলে চৌর্সে এলোডি ক্যাপের ঘোড়ার খামারের বাইরে আবর্জনার স্তুপের কাছে থাকা ছোট শূকর ছানাটি এখন বিশালবপু বরাহে পরিণত হয়েছে। এই শূকরকে বনে ছেড়ে আসার জন্য এর আগে কয়েকবার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। ক্যাপে এটির বন্ধ্যাত্বকরণ ঘটিয়েছেন এবং টিকা দিয়েছেন। একে থাকার একটা আস্তানাও দিয়েছেন তিনি। সেই সঙ্গে আঞ্চলিক কর্তৃপক্ষকে বেশ কয়েকবার অনুরোধ করেছেন যাতে অ-গৃহপালিত পশুকে রাখার অনুমোদন দেওয়া হয়। (রয়টার্স)
সম্পূর্ণ পড়ুন