এসময় ক্রোনি এপারেলস লিমিটেড নামে একটি শিল্প কারখানায় অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়ে উৎপাদন কাজের প্রমাণ পাওয়া যায়। ফলে কারখানাটির অবৈধ গ্যাসের সংযোগ তৃতীয়বারের মতো বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার।
পরে কাশীপুর এলাকায় এক কিলোমিটার বিস্তৃত শতাধিক বাড়ির তিন শতাধিক অবৈধ আবাসিক গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মশিউর রহমান, নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরানসহ অন্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, ‘ইতিপূর্বে আমরা ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি এবং চলতি বছর ১২ মার্চ দুইবার অভিযান চালিয়ে ক্রোনি এপারেলসের অবৈধ গ্যাসের সংযোগ দুইবার বিচ্ছিন্ন করেছি। জরিমানা এবং মামলাও করেছি। সেই মামলা এখনও চলমান আছে। এ অবস্থায় কারখানা কর্তৃপক্ষ পুনরায় অবৈধভাবে গ্যাসের সংযোগ নিয়ে উৎপাদন কাজ চালিয়ে আসছে। বিষয়টি জানতে পেরে আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পুনরায় অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছি। তবে মালিকপক্ষের কাউকে উপস্থিত না পাওয়ায় এবার আমরা কারখানাটির বিরুদ্ধে কোনো জরিমানা বা আইনগত ব্যবস্থা নিতে পারিনি।’