শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় নারায়ণহাট চৌরাস্তা মোড়ে 'উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, 'উত্তর ফটিকছড়ি উপজেলা বাস্তবায়ন এই অঞ্চলের মানুষের বহুদিনের দাবি ছিল। দেশের বৃহত্তম উপজেলা ফটিকছড়িকে বিভক্ত করে নতুন উপজেলা গঠন সময়োপযোগী ও যুক্তিযুক্ত সিদ্ধান্ত। সরকারের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তবে নতুন উপজেলার সদর দফতর এমন স্থানে স্থাপন করতে হবে, যা ভৌগোলিকভাবে সব ইউনিয়নের জন্য সহজে যাতায়াতযোগ্য হয়।'
তারা আরও দাবি করেন, নারায়ণহাট ও আশেপাশের অঞ্চলই হতে পারে এই নতুন উপজেলার সদর দফতরের জন্য সর্বাধিক উপযুক্ত স্থান। কারণ এটি উত্তর ফটিকছড়ির কেন্দ্রস্থলে অবস্থিত এবং যোগাযোগব্যবস্থাও উন্নত।
এ সময় উপস্থিত ছিলেন- বিজিএমইএর পরিচালক রকিবুল আলম চৌধুরী, নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম এ ছত্তা, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ও.ম ফারুখ হোসাইন, নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের চৌধুরী, নারায়ণহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার অলি আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান এম হারুন রশিদ, ব্যাংকার আবুল মনছুর, ব্যবসায়ী ইউসুফ মোহাম্মদ, অ্যাডভোকেট আবছার উদ্দিন হেলাল, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, রাজনীতিবিদ নজরুল ইসলাম, কামাল উদ্দিন শিকদার, মাও. মহররম আলী, ওসমান গণি হোসাইনি, আব্দুল মাবুদ হোসাইনী, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক চৌধুরী খালেদ বিন সরওয়ার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমন্বয়ক মাস্টার রতন, সমাজসেবক সৈয়দুল হক সৈয়দ, ইউপি সদস্য শওকত উসমান, আলতাফ উদ্দিন, নাসির উদ্দিন বাবু, তারেক বিন সালাম, মো. জামাল উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম বাবুল, সাবেক ছাত্রনেতা রোকন উদ্দিন শিকদার, সাজ্জাদুল হাসনাত, ছাত্রনেতা রবিউল হোসাইন তানজিম, মিনহাজ উদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী সাজ্জাদ, মুহাম্মদ রাইহান, মো. জামাল উদ্দীন প্রমুখ।
আরও পড়ুন: ২৫ উপজেলায় উচ্চ পানি সংকট, যে পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা
বক্তারা সরকারের কাছে আহ্বান জানান, যাতে নতুন গঠিত হতে যাওয়া ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার প্রশাসনিক কাঠামো নির্মাণে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং সবার জন্য সহজলভ্য ও কার্যকর স্থানে সদর দফতর স্থাপন করা হয়।

 ১ সপ্তাহে আগে
                        ৪
                        ১ সপ্তাহে আগে
                        ৪
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·