প্লট দুর্নীতি: শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে চলছে সাক্ষ্যগ্রহণ

৫ ঘন্টা আগে
রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণের শুনানি শুরু হয়।

 

এদিন এ তিন মামলায় আদালতে সাক্ষ্য দিচ্ছেন দুই জন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাসহ ৯ জন।

 

এর আগে তিন মামলায় ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে মামলাগুলো করে দুদক।

 

এসব মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে আসামি করা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন