প্লট দুর্নীতি: দুই সন্তানসহ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ

১৩ ঘন্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে প্লট দুর্নীতির তিনটি মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ মঙ্গলবার (২৬ আগস্ট)।

সকালে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এর আগে গত ১১ আগস্ট এই ৩ মামলায় সাক্ষ্য দেন মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন কর্মকর্তা। 

 

আরও পড়ুন: পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

 

এসময় তারা আদালতকে জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আবাসন নীতিমালার সব আইন ভঙ্গ করে পূর্বাচলে ৩০ কাঠা প্লট নেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল।

 

আরও পড়ুন: হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক মাহফুজুর

 

তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতেই এই অনিয়মে সরকারি কর্মকর্তারা তাদের সহযোগিতা করেন বলে জানান সাক্ষীরা। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন