প্রয়াত বাবাকে নিয়ে আবেগী বার্তা চঞ্চল চৌধুরীর

২ সপ্তাহ আগে
তিন বছর হলো বাবা রাধা গোবিন্দ চৌধুরীকে হারিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগী অনুভূতি জানিয়েছেন এ তারকা।

তিন বছর আগে ২৭ ডিসেম্বর আজকের দিনে বাবাকে হারান চঞ্চল। প্রয়াত বাবাকে স্মরণ করে তাই ফেসবুকে নিজের অনুভূতি জানান তিনি।

 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চঞ্চল চৌধুরী তার ভেরিফাইড ফেসবুকে প্রয়াত বাবার একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন,

বাবা। তিন বছর হয়ে গেলো। তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো অনন্তলোকে। তোমাকে দেখতে ইচ্ছে করে খুব!

 

বাবাকে স্মরণ করে অভিনেতা আরও লেখেন,

ছুঁতে ইচ্ছে করে, কিন্তু পারিনা। আর পারবোও না কোনদিন! ভালো থেকো বাবা।

 

২০২২ সালের ২৭ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাধা গোবিন্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

 

আরও পড়ুন: ২০২৫ মাতিয়েছে ঢালিউডের যেসব সিনেমা

 

তার পেশা ছিল শিক্ষকতা। বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। মৃত্যুর আগে প্রায় দুই সপ্তাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। শেষ মুহূর্তে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে না ফেরার দেশে পাড়ি জমান রাধা গোবিন্দ চৌধুরী।

 

আরও পড়ুন: ৫ বছর পর বাগদানের পোশাক নিয়ে যা বললেন মিম

 

]]>
সম্পূর্ণ পড়ুন