প্রয়াত বাবা ও ভাইয়ের ছবি পোস্ট করে জসীমের আরেক ছেলে বললেন, ‘একসঙ্গে থেকো’

৩ সপ্তাহ আগে
অকালেই মারা গেলেন প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে এবং রক ব্যান্ড ‘ওইনড’–এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল। রোববার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নায়ক জসীমের তিন ছেলের একজন এ কে রাতুল। ভাইয়ের মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়েছেন তার দুই ভাই এ কে রাহুল ও এ কে সামী।


সোমবার সকালে বাবার কবরে ভাইকে দাফনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়স্পর্শী কয়েকটি পোস্ট করেছেন তারা।


রাতুলের ছোট ভাই এ কে সামী ফেসবুকে লিখেছেন, ‘আমি মাত্রই আমার ভাইটাকে সমাহিত করে এলাম।’

 

আরও পড়ুন: বাবা জসীমের মতোই ছেলের অকাল মৃত্যু, কী হয়েছিল রাতুলের?


এদিন বড় ভাই এ কে রাহুল দুইটি পোস্ট দিয়েছেন রাতুলকে নিয়ে। এর মধ্যে প্রয়াত বাবা ও ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, বাবা জসীমের কোলে ছোট্ট শিশু রাতুল। হাসিমুখে দাঁড়িয়ে নায়ক জসীম। ক্যাপশনে দুই শব্দে রাহুল লিখলেন, ‘একসঙ্গে থেকো’।


ভাইকে নিয়ে আরও একটি ছবি প্রকাশ করেন রাহুল। যেখানে প্রয়াত রাতুলের বুকে হাত রাখতে দেখা গেছে তাকে। সেই ছবি পোস্ট করে রাতুল লিখেছেন, আমার ভাইয়ের বুকে আমার হাত।

 

আরও পড়ুন: মারা গেছেন চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল


মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা গেছেন জসীম। মৃত্যুর দুই যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসীমের। তার ছেলে রাতুল মারা গেলেন মাত্র ৩৬ বছর বয়সে।

]]>
সম্পূর্ণ পড়ুন