শুক্রবার (১৬ জানুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত এই বুটক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্তের ১০০ জন শিক্ষার্থী ও পেশাজীবী অংশগ্রহণ করেন।
‘ফ্রম এআই লিটারেসি টু এআই প্রোডাক্ট ক্রিয়েশন’ শীর্ষক এই ইভেন্টটি পরিচালনা করেন দেশের খ্যাতনামা এআই বিশেষজ্ঞ ও প্রযুক্তি উদ্যোক্তা প্রফেসর মো. শাহিনুর সোবহান। তার তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা জটিল এআই প্রযুক্তির বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখার সুযোগ পান।
এই আয়োজনের মূল বিশেষত্ব ছিল ‘জিরো কোড এআই ডেভেলপমেন্ট’। প্রথাগত কোডিং জ্ঞান ছাড়াই অংশগ্রহণকারীরা সরাসরি চারটি বড় লাইভ প্রজেক্ট তৈরি করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল: নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট সংবলিত পার্সোনাল চ্যাটবট, স্মার্ট রিসার্চ সিস্টেম, টিচিং ও প্ল্যান্ট অ্যানালাইসিস অ্যাপ এবং রুম ট্রান্সফরমেশন ও ড্রেস সোয়াপিংয়ের মতো সৃজনশীল প্রযুক্তি।
আরও পড়ুন: এআই: মানব মস্তিষ্কের প্রতিদ্বন্দ্বী নাকি সহায়ক?
আয়োজকরা জানান, এআই প্রযুক্তির ভীতি দূর করে একে উৎপাদনশীল কাজে ব্যবহার করাই ছিল এই বুটক্যাম্পের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা কেবল এআই-এর ব্যবহারই শেখেননি; বরং কীভাবে একটি আইডিয়াকে পূর্ণাঙ্গ পণ্যে রূপান্তর করা যায়, তার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এই ধরনের নিবিড় প্রশিক্ষণ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে দক্ষ জনশক্তি তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের দক্ষতা যাচাই করে ডিজিটাল কিউআর-ভেরিফায়েড সার্টিফিকেট প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিপ্তি-র নির্বাহী পরিচালক ড. কে এম হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা অংশগ্রহণকারীদের মেধা ও সৃজনশীলতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

১৮ ঘন্টা আগে
২







Bengali (BD) ·
English (US) ·