প্রেম কিংবা প্রেমিকার জন্য বহু সিনেমায় বহুভাবে যুদ্ধ করেছেন নায়ক শাকিব খান। সেসব ছাপিয়ে এবার যেন চূড়ান্ত যুদ্ধে নেমেছেন! প্রেমের জন্য এমন ভয়ংকর রূপ অতীতের কোনও সিনেমায় দেখা যায়নি তাকে। যেমনটা কয়েক ঝলকে দেখালেন ‘বরবাদ’ নায়ক।
স্পষ্ট ভাষায় জানান দিলেন, ‘আমি আমার ফিউচার নিয়া ভাবি না। অতীত নিয়াও ভাবি না। একটা জিনিষই ভাবি, নীতু শুধুই আমার। নীতুরে না পাইলে পুরা দুনিয়া বরবাদ কইরা... বিস্তারিত