প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ডুয়া লিপা

৩ সপ্তাহ আগে
জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা বাগদান সেরেছেন। নিজেই জানিয়েছেন সেই সুখবর। তিনি বাগদান সেরেছেন ‘ফ্যান্টাস্টিক বিটস’খ্যাত ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে।

ব্রিটিশ সাময়িকী ভোগ-এ দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই গায়িকা বলেন, ‘হ্যা, আমরা বাগদান সেরেছি। এটা ছিল খুবই রোমাঞ্চকর সময়। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্তটা অনেক সুন্দর। সারা জীবন একে অপরের সেরা বন্ধু হয়ে থাকার ভাবনাই একে আরও বিশেষ করে তোলে।


গত বড়দিনে তার আঙুলে ঝলমলে এক আংটির ঝলক দেখেই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল—তবে কি বিয়ের ঘণ্টাধ্বনি শোনা যাচ্ছে? সেই প্রশ্নের অবসান হলো ব্রিটিশ ভোগ-এর ১২ জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে। যেখানে গায়িকা জানান, শিগগিরই বিয়ে করতে চান তারা, তবে দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

 

আরও পড়ুন: ৭৮তম কান উৎসবে পুরস্কার পেলেন যারা


ডুয়া জানান, তার চলমান বিশ্বভ্রমণ কনসার্ট শেষ করেই বিয়ের দিনক্ষণ পাকা করবেন। চলতি বছরের ডিসেম্বরে মেক্সিকোতে শেষ হবে তার ওয়ার্ল্ড ট্যুর।


তিনি বলেন, ‘আমরা এ সময়টা উপভোগ করছি। আমি কখনো বিয়ে নিয়ে খুব একটা ভাবিনি, তবে বাগ্দানের পর বিয়ে নিয়ে রোমাঞ্চিত। বিয়ের দিন কী পরব, সেটা নিয়েই ভাবছি।’

 

আরও পড়ুন: আটক হয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন ‘টিকটকের রাজা’ খাবি লেইম


এক বছরের বেশি সময় একসঙ্গে আছেন ডুয়া ও ক্যালাম। ৩৫ বছর বয়সী লন্ডনের এই অভিনেতা ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ও ‘মাস্টার্স অব দ্য এয়ার’ দিয়ে পরিচিতি পান।

]]>
সম্পূর্ণ পড়ুন