ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ৭৫০০ স্ক্রিনে মুক্তি পেতে চলেছে ‘ওয়ার ২’। ভারতে এত সংখ্যক স্কিনে এর আগে কোনো সিনেমা মুক্তি পায়নি।
ছয় বছর আগে মুক্তি পাওয়া সিনেমা ‘ওয়ার’ এর চেয়ে এ সিনেমার সিক্যুয়াল ‘ওয়ার ২’ নিয়ে বেশি প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের। এ প্রসঙ্গে নির্মাতা অয়ন মুখার্জি বলেন, বক্স অফিসে ‘ওয়ার’ সিনেমার আয় ছিল ৪৭৫ কোটি। এবার এর সিক্যুয়ালের আয় আরও বেশি আকাশ ছোঁয়া হবে বলে আশা করছি।
আরও পড়ুন: সালমান খানের নতুন সিনেমার প্রথম ঝলকেই শিউরে উঠছেন ভক্তরা

‘ওয়ার টু’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি। সিনেমার ট্রেলারে হৃতিক রোশানের অ্যাকশন লুক, জুনিয়র এনটিআর-এর নতুন ঝলক আর কিয়ারার লাস্যময়ী উপস্থিতি মন জয় করে নিয়েছে দর্শকের। ভারত-পাক সংঘাতের আবহে নির্মিত সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে।
আরও পড়ুন: হলিউডে ইতিহাস গড়লেন দীপিকা!
২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে বাজিমাত করবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। ওয়াইআরএফ ফ্র্যাঞ্চাইজির হাই-অক্টেন অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
]]>