এবারই টালিউডের কোনো সিনেমায় প্রথম অভিনয় করলেন পরী। টালিউডে অভিষেক হওয়ার কারণে এবার প্রেক্ষাগৃহে তার অভিনীত সিনেমা মুক্তির বিষয়টিতে অন্যরকম অনুভূতি পাচ্ছেন অভিনেত্রী।
দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহম। তাই সিনেমা মুক্তির দিনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি জানিয়েছেন অভিনেতা।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজের ৫টি ছবি আপলোড করে ক্যাপশনে লেখেন, সুপ্রভাত। শীতের সকালে #felubakshi-এর কলকাতার ভ্রমণ।
আরও পড়ুন: ভালোবাসা দিবসে আসছে ‘ময়না’
সোহম আরও লেখেন, আজকে থেকে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহতে মুক্তি পাচ্ছে ফেলুবক্সী, দেখে জানাবেন কেমন লাগল।
আরও পড়ুন: ‘কুরুচিকর মন্তব্য’ নিয়ে বনি ও ঋত্বিকার দ্বন্দ্ব চরমে!
থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করে পর্দা মাতাবেন সোহম, মধুমিতা ও পরী। রহস্যে ভরা সিনেমাটি দর্শকপ্রিয়তা পাবে এমনই প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের।
]]>