প্রিমিয়ার লিগে সালাহ’র নতুন রেকর্ডে শিরোপার কাছাকাছি লিভারপুল

৬ দিন আগে
ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেলো লিভারপুল। অ্যানফিল্ডে রোববার (১৩ এপ্রিল) প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে অলরেডরা। মোহামেদ সালাহ’র অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন লুইজ দিয়াজ। আর এই অ্যাসিস্টে প্রিমিয়ার লিগে নতুন এক রেকর্ডে নাম লেখালেন সালাহ।

এই জয়ে লিভাপুলের পয়েন্ট এখন ৭৬। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৩। আর মাত্র দুটি ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে অলরেডদের। 

 

ঘরের মাঠে ম্যাচের ১৮তম মিনিটেই লিড নেয় লিভারপুল। এরপর প্রথমার্ধে আর কোনও গোলের দেখা পায়নি দুই দল। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ‍ওঠে দুই দলই। ম্যাচের একেবারে শেষদিকে রবার্টসনের গোলে সমতায় ফেরে ওয়েস্ট হ্যাম। তবে ৮৯ মিনিটে ম্যাক আলিস্টারের পাস থেকে জয়সূচক গোলটি করেন ভার্জিল ফন ডাইক। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। 

 

এ সপ্তাহেই লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়ন করেছে মোহামেদ সালাহ। আরও দুই বছর অ্যানফিল্ডে থাকছেন এই তারকা। চুক্তি নবায়ন করার পরেই নতুন রেকর্ড করেছেন এই মিশরীয়। 

 

ম্যাচের ১৮তম মিনিটে সালাহ’র অ্যাসিস্ট থেকে দারুণ এক গোলে দলকে লিড এনে দেন লুইজ দিয়াজ। আর এই অ্যাসিস্টের মধ্য দিয়ে রেকর্ডবুকে নাম লেখান এই মিশরীয়। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল/অ্যাসিস্টের তালিকায় সালাহা পেছনে ফেলেছেন থিয়েরি অঁরিকে। 

 

আরও পড়ুন: ম্যান ইউনাইটেডের স্কোয়াড থেকে বাদ পড়লেন ওনানা

 

৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগের এক সেশনে সর্বোচ্চ গোল/অ্যাসিস্টের তালিকায় এতদিন সবার ওপরে ছিলেন আর্সেনাল তারকা থিয়েরি অঁরি। ২০০২-০৩ মৌসুমে আর্সেনালের জার্সিতে ২৪টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেছিলেন এই ফরোয়ার্ড। মোট ৪৪টি গোল/অ্যাসিস্ট নিয়ে প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবার ওপরে ছিলেন অঁরি। 

 

প্রায় দুই যুগ পর থিয়েরি অঁরির এই রেকর্ড ভেঙে দিলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। রোববার (১৩ এপ্রিল) ওয়েস্ট হ্যামের বিপক্ষে অ্যাসিস্ট করে এই রেকর্ড ভাঙেন তিনি। 

 

প্রিমিয়ার লিগে লিভারপুলের ম্যাচ বাকি আছে আরও ৬টি। এখন ম্যাচ পর্যন্ত সালাহ গোল করেছেন ২৭টি, অ্যাসিস্ট করেছেন ২৪টি। অর্থাৎ, এই এ মৌসুমে গোল/অ্যাসিস্ট বাড়িয়ে নিতে আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবেন সালাহ। 

 

২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে এসে পাড়ি জমান সালাহ। তবে গত কয়েক মাস ধরে তার লিভারপুলে থাকা নিয়ে নানা তৈরি হয়েছিলো নানা জ্বল্পনা। সৌদি আরবের ক্লাব থেকে পেয়েছিলেন মোটা অঙ্কের প্রস্তাব। তবে শেষ পর্যন্ত সৌদি না গিয়ে লিভারপুলের সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়ান তিনি। 

 

আরও পড়ুন: প্রিমিয়ার লিগে এডারসনের ভিন্নধর্মী রেকর্ড

 

এ সপ্তাহেই লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন মোহামেদ সালাহ। আরও দুই বছর অ্যানফিল্ডে থাকছেন এই ফুটবলার। আর চুক্তি বাড়ানোর পরেই এমন এক কীর্তি গড়লেন ৩২ বছর বয়সী এই তারকা। 

 

চুক্তি নবায় করার পর সালাহ বলেছিলেন, ‘অবশ্যই আমি খুব রোমাঞ্চিত। আমরা এখন অনেক ভালো দল, আগেও সবসময় ভালো দল ছিলো। কিন্তু আমি চুক্তি করেছি কারণ, আমার মনে হয় আমাদের আরও ট্রফি জয়ের এবং আমার ফুটবল উপভোগ করার সুযোগ আছে।’ 

 

সালাহ আরও বলেছেন, ‘এটা ভালো, এখানে আমার সেরা বছরগুলো কেটেছে। আমি ৮ বছর ধরে খেলছি, আশা করি এটা ১০ বছর হবে। এখানে আমি আমার জীবন উপভোগ করছি, ফুটবল উপভোগ করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন