প্রায় দুই বছর পর বাংলাদেশের একাদশে নাইম

৪ সপ্তাহ আগে
মোহাম্মদ নাইম ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি দারুণ সফলতা পেয়েছেন। ওয়ানডে ফরম্যাটের ডিপিএলে ১১ ম্যাচে ৬১৮ রান করে হয়েছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক। বিপিএলে তো সবচেয়ে বেশি রানের মালিকই—১৪ ম্যাচে ৫১১। এই পারফরম্যান্স দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছিলেন তিনি; ওয়ানডে এবং টি-২০ দুটোতেই।

শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে নাইমের একাদশে সুযোগ হয়নি। হলো টি-২০ ফরম্যাটে। তিনি সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, তাও ওয়ানডে। টি-২০ আরও আগে।


বাংলাদেশ সবশেষ টি-২০ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। জুনের ওই ম্যাচ থেকে তিন পরিবর্তন এনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে তারা। প্রায় এক বছর পর একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আরেকজন হলেন তাসকিন আহমেদ। বাদ পড়েছেন জাকের আলী, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। শেষের দুজন অবশ্য এই সিরিজের দলেই নেই।


আরও পড়ুন: আফ্রিকায় লম্বা সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা


রঙিন পোশাকে মোস্তাফিজুর রহমানকে ভাবা হয় দলের অবিচ্ছেদ্য অংশ। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তার পারফরম্যান্স মলিন। কাটার মাস্টার টাইগার একাদশে নেই। তিনি ছিলেন না পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একাদশেও।


বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামিম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব।


শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা,  দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মহেশ থিকশানা, জেফ্রে ভেন্ডারসে, বিনোরা ফার্নান্দো ও নুয়ান থুশারা।

]]>
সম্পূর্ণ পড়ুন