প্রায় তিন যুগ পর রাকসু নির্বাচন: তফসিল ঘোষণা ২৮ জুলাই

৩ সপ্তাহ আগে
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ২৮ জুলাই ২০২৫, সোমবার বিকেল ৩টায় সিনেট ভবনে এক অনুষ্ঠানে তফসিল ঘোষণা করবেন রাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।


বুধবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাকসু নির্বাচন কমিশন।


এতে জানানো হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সিদ্ধান্ত অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর তা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এটি রাকসুর দীর্ঘদিনের স্থবিরতার অবসান ঘটাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সবশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। এরপর থেকে কয়েক দশক ধরে রাকসু কার্যত অচল অবস্থায় রয়েছে। ছাত্ররাজনীতির অচলাবস্থার মধ্যে এই নির্বাচন ঘিরে ছাত্রদের মাঝে নতুন করে উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

আরও পড়ুন: তফসিল ঘোষণার দাবিতে রাকসু ভবন ঘেরাও

রাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসে ইতোমধ্যে আলোচনার ঝড় উঠেছে। বিভিন্ন ছাত্র সংগঠন ও জোটগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। অনেকেই এই নির্বাচনকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি মোড়লগ্ন হিসেবে দেখছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একধরনের উৎসাহ-উদ্দীপনার সঞ্চার হয়েছে এ ঘোষণাকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের প্রত্যাশা, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে রাকসু কার্যকর ও প্রতিনিধিত্বশীল ভূমিকায় ফিরে আসবে বলে মনে করেন শিক্ষার্থীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন