প্রায় এক দশক পর রঞ্জিতে ফিরছেন রোহিত

১ সপ্তাহে আগে
২০১৫ সালের নভেম্বরে শেষবার রঞ্জিতে খেলেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এবার প্রায় এক দশক পর আবারও তাকে দেখা যাবে রঞ্জিতে। আগামী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রঞ্জিতে হতে যাওয়া জাম্মু ও কাশ্মির ম্যাচ রোহিত শর্মা খেলবেন বলে নিজেই নিশ্চিত করেছেন।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে বাজে পারফর্মেন্সের পর সমালোচনার মুখে পড়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর রবি শাস্ত্রি রোহিত ও কোহলিকে রঞ্জিতে খেলার পরামর্শও দিয়েছিলেন। এবার হয়তো সেই পরামর্শকেই নিজের ফর্ম ফিরিয়ে আনার পথ হিসেবে দেখছেন রোহিত।


ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার সময় রোহিতকে ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন করা হলে ভারতের অধিনায়ক বলেন, 'হ্যাঁ, আমি খেলব।' তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এক মাস আগে লাল বলের ক্রিকেট খেলা ঠিক হবে কিনা, এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন 'দ্য হিটম্যান' খ্যাত ভারতের অধিনায়ক।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে সিরাজের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করলেন রোহিত 


রোহিত শর্মা বলেন, 'এটা আমার জন্য নতুন কিছু নয়। সংস্করণ পরিবর্তনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি, কারণ এটা প্রথম ঘটছে না। অনেক দিন ধরেই চলছে, কারণ কেউ তিন সংস্করণে খেললে তাকে সব সংস্করণের সঙ্গেই মানিয়ে নিতে হবে। মাঝেমধ্যে হয়তো লাল বলের জন্য প্রস্তুতি নেয়ার পর হঠাৎ টি-টোয়েন্টি সংস্করণ খেলতে হচ্ছে। এটা নতুন কিছু না।'


টেস্ট ক্রিকেটে রোহিতের সাম্প্রতিক পারফর্মেন্স মোটেও ভালো নয়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতেও ব্যাট থেকে রান পাচ্ছেন না তিনি। সবশেষ ১৫ ইনিংসে মাত্র একবার ফিফটি স্পর্শ করতে পেরেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। বাকি ইনিংসগুলোয় একবারও করতে পারেননি ২৩-এর বেশি রান। ফর্মহীনতায় অস্ট্রেলিয়া সিরিজের সবশেষ টেস্ট থেকে তো নিজেই সরে দাঁড়ান রোহিত।


এদিকে শুধু রোহিত শর্মা নয়, ভারতের নিয়মিত টেস্ট ক্রিকেটারদের মধ্যে রিশভ পন্ত, রবীন্দ্র জাদেজা ও শুবমান গিলও নিশ্চিত করেছেন রঞ্জি ট্রফির এই রাউন্ডে খেলার কথা।  

]]>
সম্পূর্ণ পড়ুন