প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে অষ্টম দিনের আপিল শুনানি চলছে

৪ ঘন্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে সংক্ষুব্ধ প্রার্থীদের অংশগ্রহণে অষ্টম দিনের আপিল শুনানি চলছে।

অন্যান্য দিনের ন্যায় শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই শুনানি শুরু হয়।

 

আজকে ১০০ আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষে গণমাধ্যমে কথা বলছেন আপিল আবেদনকারীরা।

 

এদিন আপিল শুনানিতে অংশ নিতে ইসিতে এসেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

 

শুনানি শেষে একে একে বেরিয়ে এসে গণমাধ্যমে কথা বলছেন প্রার্থীরা। ইসি থেকে মনোনয়নের বৈধতা ফিরে পাচ্ছেন বেশিরভাগ আবেদনকারী।

 

গত শুক্রবার (১৬ জানুয়ারি) ৪৩টি আবেদনের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে এবং ১৭টি আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে চারটি আপিল নামঞ্জুর করেছে। শুনানিতে চারটি আপিল আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।

 

আরও পড়ুন: অপসাংবাদিকতার স্বীকার হয়েছি, ইসিকে শোকজের জবাব দিলেন মামুনুল হক

 

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের বিপরীতে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে।

 

তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

]]>
সম্পূর্ণ পড়ুন