প্রাথমিক শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা

১ সপ্তাহে আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও দাবিগুলোর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।


বুধবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মূলত ৩০ নভেম্বর থেকে এই কর্মসূচি শুরু করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি ও শিক্ষক সমাজের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে কর্মবিরতি তিন দিন এগিয়ে আনা হয়েছে।


সংগঠনটি আরও জানায়, গত ৮ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং পরে শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির পর পুলিশের অতর্কিত হামলায় শতাধিক শিক্ষক আহত হন। এরপর ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় তাদের ৩ দফা দাবির বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতেও এই আশ্বাসের কথা উল্লেখ ছিল।
 

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদফতরের ২ পদে নিয়োগে জরুরি নির্দেশনা


তবে, প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শাহবাগের কর্মসূচিতে আহত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর মিরপুর আলোক হাসপাতালের আইসিইউতে মারা যান।


শিক্ষক নেতারা অভিযোগ করেন, আশ্বাস পাওয়ার পর ১৫ দিন পেরিয়ে গেলেও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের প্রজ্ঞাপনসহ তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই পরিস্থিতিতে দেশের শিক্ষক সমাজের প্রত্যাশা ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই কর্মসূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।


প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ঘোষিত ৩ দফা দাবিগুলো হলো:

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ।

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

]]>
সম্পূর্ণ পড়ুন