প্রাইভেটকারের ধাক্কায় সাইকেলটি পড়ে আছে রাস্তায়, মালিক মর্গে

৩ সপ্তাহ আগে
চট্টগ্রাম নগরীর হালিশহরে বেপরোয়া গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছে এক কিশোর সাইকেল আরোহী। বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হালিশহর বড়পোল মোড়ের আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার অতিরিক্ত গতিতে এসে রাস্তা পার হতে যাওয়া এক কিশোরকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। তার বয়স আনুমানিক ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

 

এ বিষয়ে হালিশহর থানার উপপরিদর্শক তীথংকর বলেন,  নিহত সাইকেল আরোহীর ওসমান গণি মানিক। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পূর্ব বাইশারী এলাকার মো. নাছিরের ছেলে। হালিশহর এলাকায় জানে আলমের বাসায় কাজ করতেন।

 

আরও পড়ুন: করোনার নতুন ধরনে বাড়ছে উদ্বেগ, চট্টগ্রামে যুবক আক্রান্ত

 

প্রাইভেটকার চালক পুলিশের হাতে আটক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন