প্রশ্নফাঁসের গুঞ্জন এড়িয়ে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

৬ দিন আগে
প্রশ্নফাঁসের গুঞ্জনের মাঝেই অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষা।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সারাদেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।


জানা গেছে, প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। সেই হিসাবে প্রতিটি পদের জন্য লড়াই করেছেন ৭৫ জন চাকরিপ্রার্থী।


আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগ স্থগিত চেয়ে আইনি নোটিশ


পরীক্ষার্থীদের ভাষ্য, প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে। প্রশ্ন ফাঁসের যে গুজব ছড়িয়েছিল তা যেনো সত্য না হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


এরআগে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির পরীক্ষা পিছিয়ে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন