সমসাময়িক রংচঙে দুনিয়ার হতাশা, বিষাদ, ব্যর্থতা, উল্লাস, জীবন-মৃত্যুর সূক্ষ্ম সুতায় ঝুলে থেকে আবেগ আর বাস্তবের সংঘাতে লড়ে যাওয়া এই চলচ্চিত্রের চরিত্রগুলোর কারও নাম ডন, কারও নাম মন্টি, কেউ জ্যাকসন, কেউ পাপ্পু ভাই। ডন আর মন্টি মিলে মুখোশ পরে হোটেল, শপিং মল, হলে দাঁড়িয়ে থেকে ছোট–বড় সবাইকে আনন্দ দিয়ে জীবিকা নির্বাহ করে। এটাও একধরনের জনসম্মক্ষে নিজেকে বিক্রি করা। দুজনে মিলে একটা ইউটিউব চ্যানেল খুলে নাম দেয় ‘ডনটি’। প্রতিযোগিতার বাজারে ইউটিউবার নিজেকে দাঁড় করাতে গিয়ে গল্প ফেঁদে বসে মাথায় টিউমার হয়েছে। বোঝা যায়, যা আসলে বর্তমান সময়ের টিউমার।