প্রধানমন্ত্রীর হাত-পা বেঁধে দেয়া ঠিক হবে না: সালাহউদ্দিন

২ সপ্তাহ আগে
একজন স্বৈরাচার হওয়ার কারণে সংস্কার করে প্রধানমন্ত্রীর হাত-পা বেঁধে দেয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২২ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকে একথা বলেন তিনি।


এসময় জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন নিয়ে আপত্তি জানান তিনি।


এর আগে সূচনা বক্তব্যে দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেয়ার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

 

আরও পড়ুন: দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে: সালাহউদ্দিন আহমেদ


তিনি জানান, আগামী দুইদিন মুলতবি থাকবে বৈঠক। এইসময়ে রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান আলী রীয়াজ।


বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠকের বিরতিতে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা জানান, এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এমন প্রস্তাবে বিএনপিসহ তিনটি দল ছাড়া সম্মত হয়েছে বেশিরভাগ দল।

]]>
সম্পূর্ণ পড়ুন