বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় ইসরাইলি হামলায় প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হুতিরা। ইসরাইলের হামলায় প্রধানমন্ত্রী ছাড়াও বেশ কয়কজন মন্ত্রী নিহত হন।
শনিবার হুতিদের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদী আল-মাশাত এক ভিডিও বিবৃতিতে বলেছেন, ‘আমরা প্রিয় ইয়েমেনি জনগণ এবং শহীদ ও আহতদের পরিবারের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা প্রতিশোধ নেব এবং আমাদের ক্ষতগুলোকে বিজয়ে পরিণত করব।’
আরও পড়ুন:গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়া অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হবে: রেড ক্রস
এদিকে, হুতি পরিচালিত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে দলটি বলেছে, গত এক বছর ধরে সরকারের কার্যকলাপ এবং কর্মক্ষমতা মূল্যায়নের জন্য আয়োজিত একটি নিয়মিত কর্মশালার সময় মন্ত্রীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।
সেখানে হুতি বিদ্রোহীদের গোপন নেতার বক্তৃতা শোনার জন্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা জড়ো হয়েছিলেন।
হুতিদের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল-আতিফি, নিহতের ঘোষণার পরপরই হুতি পরিচালিত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন যে, ‘মার্কিন-সমর্থিত ইহুদিবাদী শত্রুর মোকাবিলা করার জন্য সকল স্তরে প্রস্তুত হুতিরা।’
এদিকে, শনিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজও এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। কার্টজ এক বিবৃতিতে বলেছেন যে, ইসরাইলি সেনাবাহিনী হুতি নেতৃত্বের উপর সজোরে আঘাত চালিয়েছে।
আরও পড়ুন:ইসরাইলের হামলা / হুতি মন্ত্রিসভার ১২ সদস্য নিহত হওয়ার শঙ্কা
কার্টজ আরও বলেন, হুতি প্রধানমন্ত্রী, তার বেশিরভাগ মন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা এবং আহত করা হয়েছে। আমি সতর্ক করে দিয়েছিলাম যে, চরম আঘাত হানা হবে এবং এখন আমরা সেই সতর্কীকরণ বাস্তবায়ন করেছি।
সূত্র: সিএনএন
]]>