প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপির প্রতিনিধি দল

২ সপ্তাহ আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।

রোববার (৩১ আগস্ট) সাড়ে ৫টার দিকে যমুনায় প্রবেশ করেন এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা।

 

দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

 

আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মুখোমুখী রাজনৈতিক দলগুলো

 

এর আগে বিকেল সোয়া ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন জামায়াতে ইসলামীর ৪ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ।

 

সন্ধ্যায় সাড়ে ৭টায় বিএনপির সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

 

বৈঠকে আইনশৃঙ্খলার অবনতি, নির্বাচনসহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন